চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মহাপরিকল্পনা
প্রকাশিত:
৩১ মার্চ ২০২২ ০৩:৫৬
আপডেট:
৩১ মার্চ ২০২২ ০৪:০১

মহাপরিকল্পনার মাধ্যমে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিচ্ছে সরকার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় এ কথা জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার (৩০ মার্চ) ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে মহাপরিকল্পনা প্রস্তুতকরণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
তিনি জানান, মহাপরিকল্পনার লক্ষ্য হচ্ছে দেশের বাইরের মানুষকে আমাদের চিড়িয়াখানা পরিদর্শনে আকৃষ্ট করা।
প্রণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। আর স্বাগত বক্তব্য দেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. আব্দুল লতীফ। কর্মশালায় যোগ দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার এবং এস এম ফেরদৌস আলম, আন্তর্জাতিক চিড়িয়াখানা বিশেষজ্ঞ ড. রেজা খান এবং প্রাণিসম্পদ ও চিড়িয়াখানা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: