বিএনপি নেতা ইশরাক আটক
প্রকাশিত:
৬ এপ্রিল ২০২২ ২২:৩১
আপডেট:
৬ এপ্রিল ২০২২ ২৩:১৭

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) সকালে দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু বিষয়টি নিশ্চিত করেন।
মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।
আটকের পর দুই বছর আগে গাড়ি ভাঙচুরের এক মামলায় গ্রেফতার দেখানো হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে।
এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, ২০২০ সালের গাড়ি ভাঙচুরের এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: