কোভিড এখনও নির্মুল হয়নি, আমাদের সতর্ক হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত:
১৪ জুন ২০২২ ০৪:১৮
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:১৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা কিছুটা বেড়েছে। কোভিড এখনও নির্মুল হয়নি। এখন স্বাভাবিক অবস্থায় থাকলেও করোনা যেকোনও সময় অস্বাভাবিক হতে পারে।
সোমবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। ইতোমধ্যে মন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আমাদের সতর্ক হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্কপরা ভুলে গেলে চলবে না। যারা এখনও করোনা প্রতিরোধী টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
সম্পর্কিত বিষয়:
জাহিদ মালেক
আপনার মূল্যবান মতামত দিন: