আনডকুমেন্টেড বাংলাদেশিদের এমআরপি নবায়নের নির্দেশ মালদ্বীপে
প্রকাশিত:
১ আগস্ট ২০২২ ০৫:৪৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৯:৩৩

মালদ্বীপে বসবাসরত আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ডিজিটাল (MRP) পাসপোর্ট নবায়ন করার নির্দেশনা দিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন।
রোববার (৩১ জুলাই) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দিয়ে বলা হয়, মালদ্বীপে বসবাসরত আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হারানো পাসপোর্ট/ কিংবা পাসপোর্ট যাদের হাতে নেই তারা রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ব্যক্তিগতভাবে হাইকমিশনে উপস্থিত হয়ে যার যার নিজস্ব ডিজিটাল (MRP)পাসপোর্ট নবায়ন করতে পারবেন।
এক্ষেত্রে আবেদনকারীকে নিজে আসতে হবে এবং পুরোনো ডিজিটাল পাসপোর্টের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, ডিজিটাল জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডির কপি (যদি থাকে) জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাসপোর্ট নবায়ন ফি ১১০ মার্কিন ডলার। যাদের এর আগে আবেদনপত্রে দীর্ঘমেয়াদি তারিখ দেওয়া হয়েছে তারাও এই সুযোগ গ্রহণ করতে পারবেন।
সম্পর্কিত বিষয়:
মালদ্বীপ
আপনার মূল্যবান মতামত দিন: