100

03/13/2025 রাঙামাটিতে হোটেলের চুলা থেকে আগুনে অর্ধশত দোকান পুড়ে ছাই

রাঙামাটিতে হোটেলের চুলা থেকে আগুনে অর্ধশত দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, রাঙামাটি

১৯ মার্চ ২০২০ ১৯:২৩

রাঙামাটি শহরে এক হোটেলের আগুন থেকে আগুনে ছোট-বড় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাতের আগুনে এক প্রকার পুরো কলেজ গেট বাজারই পুড়ে গেছে বলে জনিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ফায়ার সার্ভিসের তিনটি  ইউনিট, সেনাবাহিনী,  পুলিশ ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে তাদের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টার দিকে কলেজ গেট এলাকার ‘পানাহার হোটেলে’র চুলা থেকে এ আগুনের সূত্রপাত। হোটেলের পাশে বেশ কয়েকটি মুদির দোকানে গ্যাসের সিলিন্ডার মজুদ করে রাখা ছিল। সেখানে আগুন লাগায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রতন কান্তি নাথ জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মূলত দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পানির স্বল্পতার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচুর বেগ পেতে হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা। তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুন লেগেছে। বেশিরভাগ দোকান কাঁচা হওয়ায় এবং মুদি দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন ছিল। প্রশাসনের পক্ষ থেকে তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলেও এসময় উল্লেখ করেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]