10082

04/04/2025 রামপুরাতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

রামপুরাতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২২ ২২:১০

রাজধানীর রামপুরা ওয়াপদা সড়ক এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক মো. সেন্টু মৃধার (৩৮) মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, সেন্টু মৃধার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানায়। তিনি পূর্ব রামপুরায় স্ত্রী ও দুই ছেলে নিয়ে বসবাস করতেন। নিহত সেন্টু মৃধার ছেলে মো. সাব্বির মৃধা জানান, ভোর পাঁচটার দিকে খবর পান, রামপুরা ওয়াপদা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তার বাবার রিকশা উল্টে গেছে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে বাবাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]