10122

04/08/2025 যেসব খাবার বাড়িয়ে দেয় ডায়াবিটিসের ঝুঁকি

যেসব খাবার বাড়িয়ে দেয় ডায়াবিটিসের ঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক

১৭ আগস্ট ২০২২ ০৪:৪৪

শুধু মিষ্টি খেলে ডায়াবিটিস হবে, এটা ভুল। এই রোগ থেকে দূরে থাকতে কিছু নিয়ম-নীতি মেনে চলতে হয়। নজর দিতে হয় খাবারেও। বর্তমানে অসংখ্য মানুষ ডায়াবিটিসে আক্রান্ত হচ্ছেন। এই রোগটি সারা জীবন বয়ে বেড়াতে হয়। ফলে ডায়াবিটিস থেকে মুক্ত থাকতে চান সবাই।

শরীরে ইনসুলিন নামের হরমোনের ঘাটতি হলে, ইনসুলিনের কাজের ক্ষমতা কমে গেলে বা উভয়ের মিলিত প্রভাবে রক্তে যদি শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন তাকে ডায়াবিটিস বলে। আসলে চিনি বা মিষ্টিজাতীয় খাবার খেলেই ডায়াবিটিস হবে, এমনটা সঠিক নয়। মূলত পরিবারে কারওর ডায়াবিটিস থাকলে, শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে, শারীরিক পরিশ্রম কম করলে, জীবনযাপনে শৃঙ্খলা মেনে না চললে ডায়াবিটিস হওয়ার ঝুঁকি থাকে। তবে যাদের ডায়াবিটিস নেই, তারা এই রোগে ঝুঁকি এড়াতে কোন খাবার এড়িয়ে চলবেন রইল তার টিপস-

১) ভাজাভুজি: অতিরিক্ত তেল রয়েছে এমন খাবারে অনেকটা পরিমাণে ক্যালোরি থাকে। এ ছাড়া এই খাবার কিন্তু বাড়িয়ে দিতে পারে শরীরে ফ্যাটের মাত্রা। আর শরীরে ফ্যাট বাড়লে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না। তাই রাস্তার ধারের রোল, চাউমিন, তেলেভাজা জাতীয় যে কোনও খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন।

২) কার্বহাইড্রেট: অনেকেই সকালের নাস্তায় রুটি কিংবা পাউরুটি খেতে বেশি পছন্দ করেন। সকালে আলু, ময়দা কিংবা ভাত জাতীয় খাবার গ্রহণ না করাই ভালো । এটি আপনার রক্তে শর্করার মাত্রাকে বাড়িয়ে দেয়।

৩) মদ: বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে, নিয়মিত মদ্যপান করলে শরীরে সমস্যা দেখা যেতে পারে। কারণ মদে রয়েছে ক্যালোরি। এই ক্যালোরি কমিয়ে দেয় ইনসুলিনের কার্যক্ষমতা।

৪) প্রক্রিয়াজাত খাবার: এই প্রকার খাবার রোজ খাদ্যতালিকায় রাখলে স্থূলত্বের ঝুঁকি বাড়ে। আর ওবেসিটি ডায়াবিটিসের অন্যতম কারণ। তাই এই প্রকার খাবার এড়িয়ে চলাই ভাল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]