10157

04/04/2025 কয়েল ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দগ্ধ ৫ জন

কয়েল ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দগ্ধ ৫ জন

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২২ ১২:০২

ভৈরবের গোড়াকান্দা জব্বার জুটমিল রোডে একটি কয়েল ফ্যাক্টরির হিটার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে নয়টায় এ ঘটনায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- মো. শাহিন মিয়া (২৫ ), মো. মাসুম উদ্দিন (৫০), মো. দীন ইসলাম (৪৫ ), মো. মোরশেদ শেখ (৬৫ ) ও আব্দুর রহমান (১১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টায় ভৈরবের গোড়াকান্দা জব্বার জুটমিন রোডে একটি কয়েল ফ্যাক্টরিতে কাজ করার সময় কয়েল হিটার অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তারা সবাই ওই ফ্যাক্টরির কর্মচারী।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জনান, ভৈরব থেকে আসা দগ্ধ পাঁচজনের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। দগ্ধদের শরীরের ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]