10162

03/14/2025 সোমালিয়ায় সন্ত্রাসবাদী হামলা, চলছে গুলির লড়াই

সোমালিয়ায় সন্ত্রাসবাদী হামলা, চলছে গুলির লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট ২০২২ ২১:২২

শুক্রবার (১৯ আগস্ট) সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুড়ি চালাল আল-শাবাব নামে একটি জঙ্গি গোষ্ঠী। হোটেলের বাইরেও একের পর এক বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জঙ্গি হামলায় রক্তাক্ত পূর্ব আফ্রিকার সোমালিয়া। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করা আল-শাবাব জঙ্গিগোষ্ঠী জানিয়েছে, দুটি গাড়িতে বিস্ফোরক আনা হয়।সেই সংগে চলে গুলি। অন্য দিকে সোমালিয়া গোয়েন্দা বিভাগ থেকে বলা হয়েছে, ‘‘দুটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হোটেল হায়াতে আক্রমণ হয়। একটি গাড়ি একেবারে গেটের সামনে আঘাত হানে।’’

সূত্রঃ মুম্বাই সংবাদ সংস্থা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]