10163

04/04/2025 ভারতে সড়ক দুর্ঘটনা! নিহত ৬ তীর্থযাত্রী

ভারতে সড়ক দুর্ঘটনা! নিহত ৬ তীর্থযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট ২০২২ ২১:৪০

ভারতের রাজস্থানের পালি জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন তীর্থযাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। শুক্রবার (১৯ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পালি জেলার সুমেরপুর এলাকায় তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া একটি ট্রাক্টর ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই তীর্থযাত্রীরা জয়সলমীরের রামদেবরা মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন। মাঝপথেই এই দুর্ঘটনা ঘটে।

এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]