10187

04/22/2025 অপহরণের ৯ বছর পর ফিরে এলো কিশোরী

অপহরণের ৯ বছর পর ফিরে এলো কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট ২০২২ ০১:৪৮

নিখোঁজ হওয়ার ৯ বছর পর মা-বাবার কাছে ফিরে এসেছে পূজা নামের এক কিশোরী। সাত বছর বয়সে স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়েছিল। বর্তমানে তার বয়স ১৬ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০১৩ সালের ২২ জানুয়ারি ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরের একটি স্কুলে যাওয়ার পথে পূজাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। কিন্তু গত ৪ আগস্ট সে পালিয়ে আসে। পূজা জানিয়েছে, এক দম্পতি আইসক্রিম খেতে দেওয়ার লোভ দেখিয়ে তাকে অপহরণ করেছিল।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিখোঁজ হওয়ার আগে পূজা তার দুই ভাই এবং মা-বাবার সঙ্গে মুম্বাইয়ের একটি বস্তি এলাকায় ছোট্ট বাসায় থাকত। যেদিন পূজা নিখোঁজ হয়েছিল, ওইদিন বড় ভাইয়ের সঙ্গে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল সে। পথিমধ্যে দুজনের মধ্যে ঝগড়া হওয়ায় স্কুলে পৌঁছাতে দেরি হচ্ছিল । এ কারণে বোনকে পেছনে রেখে ভাই চলে গিয়েছিল । ঠিক ওই মুহূর্তে ডি'সুজা দম্পতি তাকে আইসক্রিম কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে চলে যায়। এত বছর পর সে ফিরে এসেছে মা-বাবার কাছে।

পুলিশ জানিয়েছে, পূজাকে অপহরণ করেছিল হ্যারি ডি’সুজা ও তার স্ত্রী সোনি ডি’সুজা। নিজেদের কোনো সন্তান না থাকায় তারা পূজাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় হ্যারি ডি'সুজাকে আটক করা হয়েছে।

এদিকে, মেয়েকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছেন পূজার মা পুনম গাউদ। মেয়েকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন তিনি।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]