10238

04/07/2025 নাজিব রাজাক কারাগারে

নাজিব রাজাক কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট ২০২২ ২১:৫৯

মালয়েশিয়ার উচ্চ আদালত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দেওয়া ১২ বছরের কারাদণ্ডের আদেশ বহাল রেখেছেন । আপিল খারিজ হওয়ার পর গতকাল মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ২০২০ সালে একই দণ্ড দেওয়া হয়েছিল রাজাককে। মঙ্গলবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজাকের বিরুদ্ধে অভিযোগ, তিনি মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) কোটি কোটি মার্কিন ডলারের দুর্নীতির সঙ্গে জড়িত।

২০২০ সালে ওই দণ্ড ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করেছিলেন রাজাক। আপিলের সময় তিনি জামিনে বেরিয়ে আসেন। শুরু থেকেই রাজাক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

মালয়েশিয়ার আদালত ওয়ানএমডিবি দুর্নীতির মামলার সাত অভিযোগের সবগুলোতে নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করেন। প্রতিটি অভিযোগের জন্য আলাদাভাবে সাজা ঘোষণা করা হয়। সব মিলিয়ে সর্বোচ্চ ১২ বছর জেল খাটতে হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে ।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ওয়ানএমডিবি নামে এই সার্বভৌম ফান্ড প্রতিষ্ঠা করেছিলেন নাজিব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com