10252

04/04/2025 ইউক্রেনে নিউজিল্যান্ডের সেনা নিহত

ইউক্রেনে নিউজিল্যান্ডের সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট ২০২২ ০২:০৩

ইউক্রেনে নিউজিল্যান্ডের একজন সেনা নিহত হয়েছেন। নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তাদের ওই সৈন্য ছুটিতে ছিলেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে তাদের দেশের ওই সেনা বেতন ছাড়া (পিরিয়ড লিভ) ছুটিতে থাকার তথ্য জানালেও তার নাম ও র‌্যাঙ্ক উল্লেখ করেনি। তারা আরও তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে।

চলতি মাসে নিউজিল্যান্ড যুক্তরাজ্যে ইউক্রেন সেনাদের প্রশিক্ষণে ১২০ জন সেনা পাঠানোর ঘোষণা দেয়। তবে ইউক্রেনে নিউজিল্যান্ড সরাসরি যুদ্ধ করছে না এবং করবে না বলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]