10255

03/14/2025 প্রযোজক হিসেবে ফিরলেন যিশু

প্রযোজক হিসেবে ফিরলেন যিশু

বিনোদন ডেস্ক

২৫ আগস্ট ২০২২ ০৩:২১

বেশ অনেক বছরের বিরতির পর আবারও ছোটপর্দায় প্রযোজক যিশু সেনগুপ্ত ও স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। নতুন ধারাবাহিকের নাম ‘হরগৌরী পাইস হোটেল’।

‘ভালবাসা ভালবাসা’, ‘অপরাজিত’— এমনই সব একের পর এক হিট ধারাবাহিকের নেপথ্যে যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা ‘ব্লু ওয়াটার প্রোডাকশন’। কিন্তু আচমকাই বন্ধ হয়ে যায়। তার পর সময় গড়িয়েছে। এসেছে বহু ধারাবাহিক, বহু নতুন মুখ। যিশুও কলকাতার গণ্ডি ছাড়িয়ে পা রেখেছেন মুম্বই এবং দক্ষিণে। তবে এ বার প্রযোজক হয়ে ফিরছেন এ অভিনেতা।

তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। সঙ্গে রয়েছেন অভিনেতার দিদি রাই সেনগুপ্তও। বুধবার (২৪ আগস্ট) সকালে প্রকাশ্যে এল যিশু-নীলাঞ্জনা প্রযোজিত নতুন ধারাবাহিকের প্রথম ঝলক।

নতুন ধারাবাহিকের প্রধান চরিত্রে থাকছেন অভিনেতা রাহুল মজুমদার। আর নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে শুভস্মিতা মুখোপাধ্যায়ের।

দুই মেয়েকে বড় করার জন্য কাজ থেকে কিছু দিনের বিরতি নিয়েছিলেন নীলাঞ্জনা। এখন দু’জনেই অনেকটা বড় হয়ে গিয়েছে। তাই এখন নিজের কাজে মনযোগ দিতে পারবেন। মাঝেমাঝেই সেটে পৌঁছে যাচ্ছেন নীলাঞ্জনা ও যিশু। ইতিমধ্যে দুটি পর্বের শ্যুটিংও শেষ হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে পুজোর আগেই সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক।

সূত্রঃ নিউজ কলকাতা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]