10262

04/21/2025 প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

কুষ্টিয়া থেকে

২৫ আগস্ট ২০২২ ০৫:৩০

১০ বছর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বৃষ্টি খাতুন (৩০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করে প্রেমিক। সেই হত্যার দায়ে প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড, একই সঙ্গে তাদেরকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বুধবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন,মিরপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামের শাহাবুদ্দিন আহম্মেদ মঞ্জু, হেলাল উদ্দিন ও আশরাফুল আলম। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১ জুলাই সকালে খালার বাড়িতে বেড়াতে যান বৃষ্টি খাতুন। পরের দিন ২ জুলাই বিকেলে খালার বাড়ি থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন । পরে ৩ জুলাই সকালে মিরপুর উপজেলার চিথলিয়া গ্রাম মিরপুর-দৌলতপুর সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে বৃষ্টি খাতুনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কারণে বৃষ্টির কাছে থেকে টাকা ধার নেন শাহাবুদ্দিন। এরপর বৃষ্টি টাকা ফেরত চাইলে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেন শাহাবুদ্দিন এবং তার বন্ধু আশরাফুল ও হেলাল।

আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন নিহতের বাবা আমিন বিশ্বাস। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে ২৪ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত তারিখে আদালতের বিচারক মামলার তিন আসামিকে যাবজ্জীবন এবং ৯ আসামিকে খালাস দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]