10268

03/13/2025 বাল্যবন্ধুর বুকে গুলি

বাল্যবন্ধুর বুকে গুলি

কুমিল্লা থেকে

২৬ আগস্ট ২০২২ ০১:৫১

কুমিল্লায় আ. আলিম (৩৪) নামে এক যুবককের বুকে গুলি চালানোর অভিযোগ উঠেছে তার বন্ধু রুবেল হোসেনের (৩৩) বিরুদ্ধে। বুধবার (২৪ আগস্ট) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে এ ঘটনা ঘটে।

আহত আ. আলিম জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের অলিতলা গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযুক্ত রুবেলও একই এলাকার বাসিন্দা। তারা দুজন বাল্যবন্ধু বলে জানা গেছে।

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, কিছু দিন আগে আলিম সৌদি আরব থেকে দেশে আসেন। তার বন্ধু রুবেল তার কাছে থেকে দুই লাখ টাকা ধার চান। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে রুবেল আলিমকে গুলি করে পালিয়ে যান। আহতাবস্থায় আলিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]