10273

03/14/2025 মালেতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালেতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট ২০২২ ০২:৪৭

মো. ফয়সাল ইমরান নামে এক প্রবাসী বাংলাদেশির মালদ্বীপের রাজধানী মালেতে মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ব্রেন স্ট্রোক করে তিনি মারা যান।

জানা গেছে, বুধবার (২৪ আগস্ট) রাতের ডিনার শেষ করে ঘুমাতে যান ফয়সাল। পরে ঘুমানোর এক ঘণ্টার মধ্যে তিনি ব্রেন স্ট্রোক করেন। এরপর তার সহকর্মীরা তাকে মালের আইজিএমএইচ হাসপাতালে গেলে, সেখানে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইমরানের সাত মাস বয়সী এক ছেলে রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]