থেমে থাকা বিকল ট্রাকের চাকা পরিবর্তনের সময় পেছন থেকে আসা আরেক ট্রাকের ধাক্কায় এনায়েত হোসেন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত এনায়েত হোসেনের বাড়ি বরিশালে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, ভোর সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাক সালনা এলাকায় পৌঁছলে ট্রাকটির চাকা নষ্ট হয়ে যায়। এ সময় চালক ডিভাইডারের পাশেই চাকা খুলে লাগানোর চেষ্টা করছিলেন। পরে একই দিক থেকে আসা অপর একটি ট্রাক পেছন দিকে থেকে তার ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।