103

03/13/2025 সিলেটে বাংলাদেশি বংশোদ্ভুত দুই ইউরোপিয়ানকে ফেরত

সিলেটে বাংলাদেশি বংশোদ্ভুত দুই ইউরোপিয়ানকে ফেরত

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ ২০২০ ০০:২৬

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্স ও পর্তুগালের পাসপোর্টধারী দুই বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তারা বাংলাদেশ বিমানের এই দুই যাত্রীকে ইমিগ্রেশন না করে বিমান কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেন।

বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সরাসরি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে নামেন। দুই যাত্রীর একজনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়, অন্যজনের বাড়ি চট্রগ্রামে। ফ্রান্স এবং পর্তুগালের পাসপোর্টধারী হলেও তারা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন সূত্র সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য দেশের পাসপোর্টধারীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে ফ্রান্স এবং পর্তুগালের পাসপোর্টধারী দু’জনের ইমিগ্রেশন করা হয়নি। তাদেরকে বিমান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]