10303

03/14/2025 ছ’বছরে পা দিল শাহিদ-মীরার কন্যা মিশা

ছ’বছরে পা দিল শাহিদ-মীরার কন্যা মিশা

বিনোদন ডেস্ক

২৮ আগস্ট ২০২২ ০৩:৪৮

শুক্রবার (২৬ আগস্ট) ছ’বছর পূর্ণ করল শাহিদ এবং মীরা কাপূরের কন্যা মিশা। মেয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তা পোস্ট করলেন গর্বিত মা মীরা।

মেয়ের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেয়ে, তুমি আমাদের জীবনের সূর্যালোক! শুভ ছ’বছরের জন্মদিন। তুমি আরও উজ্জ্বল হয়ে ওঠো! তোমার হৃদয় খাঁটি। তোমার মা হতে পেরে আমি গর্বিত।’

মিশার জন্য একটি রংচঙে জন্মদিনের পার্টিরও আয়োজন করেছিলেন তার বাবা-মা। সেখানে কুণাল খেমুর মেয়ে ইনায়া নাউমি খেমু, করণ জোহরের যমজ সন্তান যশ এবং রুহি, রিতেশ দেশমুখের ছেলেরা-সহ আরও অনেক তারকা-সন্তানরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হইহই করে কেটেছে সারা দিন।

উল্লেখ্য, ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মীরা আর শাহিদ। তার এক বছর পর জন্ম হয়েছিল মিশার। ২০১৮ সালে জন্ম হয় মিশার ভাই জৈনের। শাহিদকে আগামী দিনে ‘ব্লাডি ড্যাডি’ এবং ওয়েব শো ‘ফরজি’-তে দেখা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]