10315

03/14/2025 কলা খাওয়ার উপকারিতা

কলা খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

২৯ আগস্ট ২০২২ ০০:০২

আজ ২৭ আগস্ট ন্যাশনাল ব্যানানা লাভার্স ডে। কলা যে শুধু খেতেই মজার তা নয়, পুষ্টিগুণের দিক থেকেও এই ফলের জুড়ি মেলা ভার। এতে উচ্চমাত্রার ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এছাড়া পটাসিয়াম, কার্ব, ভিটামিন সি, ফলেট, ম্যাগনেসিয়াম, কপার, রিবোফ্লেভিনসহ অসংখ্য উপকারী উপাদানে ভরপুর এই ফল।

আজকের দিনে আরও একবার জেনে নিন কলা খাওয়ার উপকারিতা সম্পর্কে-

১. হজমের গণ্ডগোল ও কোষ্ঠকাঠিন্য থাকলে নিয়মিত কলা খান। এতে থাকা ফাইবার এসব সমস্যা সমাধানে কার্যকর।

২. ক্ষুধা দূর করতে কলা খান। এতে খুব অল্প ক্যালোরি থাকায় ওজন বাড়ার ভয় নেই। আবার পেটও ভরে দ্রুত।

৩. কলায় থাকা ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৪. কলায় পর্যাপ্ত পরিমাণে পটাসিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৫. কলাতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম ২৭ শতাংশ পর্যন্ত কমায় হৃদরোগের ঝুঁকি।

৬. নিয়মিত কলা খেলে কিডনি ভালো থাকে।

৭. ঝটপট এনার্জি পেতে চাইলে কলার বিকল্প নেই।

৮. অ্যান্টি-অক্সিজেনের চমৎকার উৎস কলা। এটি খেলে তাই যেমন শারীরিকভাবে সুস্থ থাকা যায়, তেমনি ভালো থাকে ত্বক ও চুল।

৯. রূপচর্চাতেও কলার রয়েছে অনেক ব্যবহার। কলা দিয়ে বানানো ফেসিয়াল প্যাক ত্বককে করে উজ্জ্বল ও মসৃণ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]