10406

03/14/2025 নিখোঁজের দুইদিন পর রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার

পিরোজপুর থেকে

৪ সেপ্টেম্বর ২০২২ ০০:০৭

পিরোজপুরের কঁচা নদীর কুমিরমারা ফেরিঘাট থেকে নদীতে পড়ে নিখোঁজ হোন রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি। নিখোঁজের দুইদিন পর শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশদা খাল থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আবদুল্লাহ বিন কাফি (৪০) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র।

জানা যায়, গত বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার সময় সাতক্ষীরা নিজের কার্যালয় থেকে বরিশালে যাওয়ার পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

আবদুল্লাহ বিন কাফির গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশ্যে রওনা হন তিনি ও আবদুল্লাহ বিন কাফি। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে এসে পৌঁছালে গাড়ি ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে আবদুল্লাহ বিন কাফি মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, নিখোঁজের দুইদিন পরে ফেরিঘাটের প্রায় তিন কিলোমিটার দূরের একটি খাল থেকে আবদুল্লাহ বিন কাফির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]