10445

04/07/2025 লখনৌর বিলাসবহুল হোটেলে অগুন

লখনৌর বিলাসবহুল হোটেলে অগুন

আন্তর্জাতিক ডেস্ক

৫ সেপ্টেম্বর ২০২২ ২১:৪০

ভারতে লখনৌর হজরতগঞ্জ এলাকার একটি হোটেলে আগুন লেগে আটকে পড়েছেন আবাসিকরা। হোটেলটি গোমতি নদীর কাছে। সোমবার (৫সেপ্টেম্বর) স্থানীয় সূত্রে এ খবর পাওয়া গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন। জানালা ভেঙে তাদের বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

এক ভিডিওতে ধরা পড়েছে হোটেলে আগুন লাগার দৃশ্য। তাতে দেখা যায়, হোটেলের চারিদিক থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

সুসজ্জিত পাঁচ তলা হোটেলের চার তলাতে আগুন লেগেছে। হোটেলের জানালা দিয়ে অচেতন আবাসিকদের পা টেনে বের করতেও দেখা যায় দমকলকর্মীদের।

লখনৌর ওই হোটেলটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখান থেকে খুব কাছেই সিকান্দার বাগ, ছত্তর মঞ্জিল প্যালেস এবং নবাব ওয়াজেদ আলি শাহ জুওলজিক্যাল গার্ডেন।

সূত্র: আনন্দবাজার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com