10470

09/19/2024 বাহারি সানগ্লাস

বাহারি সানগ্লাস

লাইফস্টাইল ডেস্ক

৬ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৫

বাইরে বের হলেই রোদ আর ধুলাবালি। তাই ফ্যাশন সচেতন মানুষের চাহিদা এবং প্রয়োজনের কথা বিবেচনা করেই বিভিন্ন কোম্পানি তৈরি করে ভিন্ন সব স্টাইলের চশমা। আর আধুনিক লাইফস্টাইলের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে সানগ্লাস। সারা বছরই সানগ্লাসের ফ্যাশনে নানা ট্রেন্ড ঘুরে ফিরে আসে।

এখন সব বয়সী মানুষকেই সানগ্লাস পরতে দেখা যায়। তবে তরুণ-তরুণীদের কাছে এটি ফ্যাশন। স্টাইলের ক্ষেত্রেও রয়েছে স্বতন্ত্র ভাব। যেমন খেলাধুলার সানগ্লাসের ক্ষেত্রে দেখা যায় কিছুটা হালকা ওজনের। স্পোর্টিং ভাব আনতেই উপকরণ হিসেবে ফ্রেম ব্যবহার করা হয় কিছুটা হালকা সাইজের। সানগ্লাস নিয়ে সতর্কতা একটু বেশি জরুরী। সানগ্লাস ওজনে হাল্কা হলে পরতে বেশ আরামদায়ক লাগে।

আবার ভারি ফ্রেমের সানগ্লাসও রয়েছে বাজারে। ভারি ফ্রেমের গ্লাস আমেরিকান আর্মি, ক্রিশ্চিয়ান ডিওর জনপ্রিয়। অন্যদিকে এডিডাস, ওকলে, কেলভিন ক্লাইনের সানগ্লাসও খুব চলছে। তবে তরুণ-তরুণীদের জন্য পছন্দের নামগুলো হলো ডলসি এ্যান্ড গাব্বানা, পলিস, প্রাডা, জর্জিও আরমানি ইত্যাদি ব্র্যান্ড। ভাল ব্র্যান্ডের আসল সানগ্লাস কিনতে চাইলে ভাল দোকান থেকে কিনতে হবে। পুরুষ ও নারী প্রত্যেকের ক্ষেত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন স্টাইল এবং ডিমান্ড।আবার মাঝে মাঝে দেখা যায় ছেলেমেয়েদের একই রকম স্টাইল। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা ডিজাইনের সানগ্লাস পাওয়া যায়। নিজের মুখের আকৃতি, রুচি এবং ব্যক্তিত্ব বিবেচনায় রেখে সানগ্লাস কিনুন। এক্ষেত্রে চেহারা গোলগাল হলে একটু লম্বাটে ধরনের সানগ্লাস বেছে নিন।

আবার একটু লম্বাটে ধরনের মুখ হলে বিপরীত ডিজাইন। রঙের ক্ষেত্রে কালো, খয়েরি, সবুজ, ধূসর, নীলসহ বিভিন্ন রং পাওয়া যাচ্ছে। আবার ব্র্যান্ডভেদে রোদচশমার কার্যকারিতায়ও আছে ভিন্নতা। সূর্যের অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে, এমন রোদচশমাকে বলে পোলারাইজড সানগ্লাস।

সাধারণ নামী ব্র্যান্ডের চশমাগুলো পোলারাইজড হয়। আবার ছেলে ও মেয়েদের সানগ্লাসেও আছে ভিন্নতা। পাইলট, ওয়েফার বা ওভাল শেপের গ্লাস ছেলেদের জন্য মানানসই। এক্ষেত্রে কালো, বাদামি অথবা ধূসর রঙ বেছে নিন। মেয়েদের জন্য রয়েছে পাথরের কাজ করা একটু চওড়া ফ্রেমের বেগুনি, গোলাপি, লাল রঙের চশমা। ইদানীং অবশ্য একটু পুরনো আদলের ডিজাইনগুলো নতুনভাবে ঘুরেফিরে এসেছে। এ সময়ের ফ্যাশনেবল তরুণ-তরুণীরা সানগ্লাসকে ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]