105

04/04/2025 আড়াই মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৬৫ জন

আড়াই মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৬৫ জন

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ ২০২০ ০১:৪৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আড়াই মাসে ২৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজন রোগী ভর্তি হয়েছেন। এবার জানুয়ারিতে সর্বোচ্চ ১৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে এখন পর্যন্ত ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোরুম বলছে, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ও সন্দেহজনক ডেঙ্গু রোগ নিয়ে ২৬৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬২ জন। 

স্বাস্থ্য অধিদফতরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়শা আক্তার বলেন, দেশের অন্যান্য বিভাগে ডেঙ্গুর কোনো রোগী ভর্তি হয়নি। এ রোগে এবার কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

  

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]