10536

03/13/2025 আকাশে বিমানের গতির খেলার ভিডিও প্রকাশ্যে

আকাশে বিমানের গতির খেলার ভিডিও প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০২২ ০০:০০

রাস্তায় একটি গাড়ি আর একটি গাড়িকে ওভারটেক করার দৃশ্য সবসময় দেখা যায়। কিন্তু আকাশে গতির খেলা এখন পর্যন্ত সরাসরি কেউ দেখেনি। সম্প্রতি একটি ভিডিওতে ধরা পড়েছে এমন ঘটনা। ভিডিওতে দেখা গেছে, দুই যাত্রীবাহী বিমানের মধ্যে এ গতির খেলা চলছে। নেটদুনিয়ার নজর কেড়েছে সেই ভিডিও। ইরাকের রাজধানী বাগদাদের আকাশে এ গতির খেলা দেখা গিয়েছে ।

দাবি করা হচ্ছে ভিডিওটি অনেক পুরনো। সম্ভবত, এ বিরল দৃশ্যের কারণেই ফের ভাইরাল হয়েছে ভিডিওটি।

প্রথম দেখাতেই মনে হতে পারে এটি কোনো ভিডিও গেম। কিন্তু বাস্তবে আকাশে দুই যাত্রীবাহী বিমানের গতির খেলা দেখা গিয়েছে। ৩৫ সেকেন্ডের ঐ ভিডিওর ক্যামেরার ফ্রেমে প্রথমে একটি সাদা রঙের বিমান ধরা পড়েছিল। সাদা ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটি গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঐ ফ্রেমে ধরা পড়ল আরো একটি বিমান। নীল-হলদে রঙের সেই বিমানটি যেন তার সামনের বিমানটিকে ধাওয়া করছিল। প্রথম বিমানটি ছিল বোয়িং ৭৩৭ আর দ্বিতীয় বিমানটি বোয়িং ৭৪৭।

এয়ারলাইন্সরেটিংস ডট কম-এর প্রতিবেদন অনুযায়ী, বোয়িং ৭৩৭ বিমানটি ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল। ৭৪৭ বিমানটি ছিল ৩৫ হাজার ফুট উচ্চতায়। আর এ দু’টি বিমানের ওভারটেকের খেলা ক্যামেরবন্দি করেছেন বোয়িং ৭৭৭ বিমানের পাইলটরা। বোয়িং ৭৭৭ বিমানটি তখন ৩৩ হাজার ফুট উচ্চতায় ছিল। ফলে অসাধারণ এ দৃশ্য ক্যামেরাবন্দি করতে পেরেছেন ঐ বিমানের পাইলটরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]