10550

04/04/2025 ব্রিটেনের রানির মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ব্রিটেনের রানির মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ডেস্ক রিপোর্ট

৯ সেপ্টেম্বর ২০২২ ২২:০০

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার জানান, শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) মারা গেছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ মিডিয়া বিবিসি

উল্লেখ্য, এলিজাবেথ ৭০ বছর ব্রিটেনের রাজত্বে ছিলেন, যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৫২ সালে রানি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

 

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]