1058

04/02/2025 এমাজউদ্দীনের শূন্যতা পূরণ হবার নয়: ফখরুল

এমাজউদ্দীনের শূন্যতা পূরণ হবার নয়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই ২০২০ ০০:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে বাংলাদেশ অভিভাবক হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এমাজউদ্দীন আহমদের হঠাৎ করে চলে যাওয়াটা বিশ্বাস করতে পারছি না। কয়েক দিন আগেও তার সঙ্গে কথা হয়েছে। তার এই চলে যাওয়া একটি বিশাল শূন্যতার সৃষ্টি করল। এই শূন্যতা পূরণ হবার নয়।

প্রবীণ এই শিক্ষাবিদের মৃত্যুতে শোক প্রকাশ করে ফখরুল বলেন, এমাজউদ্দীন আহমদ বাংলাদেশের অভিভাবক ছিলেন। স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী মানুষের অভিভাবক ছিলেন। তিনি সত্যিকার অর্থেই একজন নির্লোভ, নিবেদিতপ্রাণ, দেশপ্রেমিক শিক্ষাবিদ ছিলেন।

শুক্রবার রাজধানীর কাঁটাবনে এমাজউদ্দীন আহমদের বাসায় তার প্রতি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এসব কথা বলেন।

সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন ৮৭ বছর বয়সী বরেণ্য এই শিক্ষাবিদ। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের চরম দুর্ভাগ্য, আমরা এই রকম একজন অভিভাবককে শুধু বিএনপি নয়, গোটা জাতি হারাল। তিনি সব সময় চেয়েছেন, বাংলাদেশে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মিত হোক। বাংলাদেশ সত্যিকার অর্থে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হোক। জনগণের মুক্তি হোক, এটাই উনি চেয়েছিলেন। তিনি সারা জীবন ধরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য তার লেখনী অব্যাহত রেখেছেন। তার জীবনের সমস্ত কর্মই ছিল এই বাংলাদেশের জন্য।

মির্জা ফখরুল জানান, বিএনপি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এমাজউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]