10634

04/04/2025 রাজশাহীতে বগি লাইনচ্যুত, সাড়ে ৮ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

রাজশাহীতে বগি লাইনচ্যুত, সাড়ে ৮ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

রাজশাহী থেকে

১৩ সেপ্টেম্বর ২০২২ ২০:১০

রাজশাহীর সরদেহ স্টেশনে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সাড়ে ৮ ঘণ্টা পর বগিটি উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বাংলাবান্ধা ট্রেনটি রাজশাহী পৌঁছালে পেছন থেকে একটি বগি খুলে যায়।

এ সময় চিলাহাটি থেকে তিতুমীর ট্রেনটি রাজশাহীতে ঢুকছিল। দুই ট্রেনের ক্রসিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৫টার দিকে বগিটি লাইনের ওপর ওঠানো হয়। সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানিয়েছিলেন, বাংলাবান্ধা ট্রেনটি রাত ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের ওপরে উঠে যায়। এতে কেউ হতাহত না হলেও দুটি লাইন ব্লক হয়ে যাওয়ায় সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]