10660

04/04/2025 কলাবাগানে ফ্ল্যাট থেকে ৭২ ভরি স্বর্ণ চুরি

কলাবাগানে ফ্ল্যাট থেকে ৭২ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২২ ০৬:০৫

রাজধানীর কলাবাগানে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরির ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত চারজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অভিযুক্তদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃতরা হলেন- সোহেল, ফরহাদ, ইলিয়াস ও আনোয়ারুল।

গত ২০ আগস্ট কলাবাগান লেক সার্কাস ডলফিন গলিতে অ্যাডভোকেট আরেফিনের বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসায় ঢুকে ভুক্তভোগীর মায়ের ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরি করেন। এ ঘটনায় ভুক্তভোগী কলাবাগান থানায় মামলা করেন।

এরপর ওই ভবনসহ আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরচক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। টানা কয়েকদিন অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত চারজনকে একাধিক স্থান থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই মালামাল ও তিনটি বিদেশি পিস্তল ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]