10668

04/18/2025 স্নেকম্যানের মৃত্যু হলো সাপের কামড়েই

স্নেকম্যানের মৃত্যু হলো সাপের কামড়েই

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৪৬

সাপ ধরাই ছিল তার পেশা। এলাকায় পরিচিত ছিলেন ‘স্নেকম্যান’ নামে। যেখানে যেমন সাপের খোঁজ পেয়েছেন, জীবদ্দশায় সেসব ধরেছেন ভারতের রাজস্থানের চুরু জেলার বিনোদ তিওয়ারি। কিন্তু সেই সাপের কামড়েই মৃত্যু হলো ৪৫ বছর বয়সী বিনোদের।

গত শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে চুরুর গোগামেডি এলাকায় একটি দোকানের বাইরে বিষধর গোখরার দেখা মেলে। সেই সাপ ধরতে ডাক পড়ে বিনোদের। বেশ কিছু ক্ষণের চেষ্টার পর বিনোদ সাপটিকে ধরে ফেলেন।

সাপটিকে ধরে ব্যাগে রাখার সময় বিনোদ একটু অন্যমনস্ক হতেই সাপটি তার আঙুলে কামড় দেয়। এর কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় বিনোদের। পুরো ঘটনাটি দোকানের বাইরে একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাপ ধরা বিনোদের পেশা এবং নেশা ছিল। বিভিন্ন জায়গা থেকে সাপ ধরে তিনি সেগুলো জঙ্গলে ছেড়ে দিতেন। বহু বিষধর সাপও ধরেছিলেন তিনি। সাপকে বন্ধুদের মতো আগলে রাখতেন।
এলাকার মানুষ বিনোদকে খুব ভালোবাসতেন বলেও স্থানীয়রা জানিয়েছেন। রবিবার (১১ সেপ্টেম্বর) তার শেষকৃত্যে এলাকার প্রচুর মানুষ উপস্থিত হয়।

সূত্র: এনডিটিভি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]