10686

03/14/2025 মৃত্যুশয্যায় মাকে কষ্ট দিয়েছেন শাহরুখ

মৃত্যুশয্যায় মাকে কষ্ট দিয়েছেন শাহরুখ

বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২২ ০৪:৪৭

শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা। কিন্তু ছেলের সফলতা দেখার অনেক আগেই মারা গেছেন তার মা-বাবা। খুব অল্প বয়সে বাবা মীর তাজ মোহাম্মদ খান ক্যান্সারে মারা যান। তার কয়েক বছর পরই মা লতিফ ফাতিমা ডায়াবেটিসের কারণে শয্যাশায়ী হয়ে পড়েন। সে সময়ের বেশ কিছু স্মৃতি আজও কাঁদায় বলিউডের এই ‘বাদশা’কে।

ভারতের আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালে অনুপম খের-এর শো ‘কুছ ভি হো সাকতা হ্যায়’-তে উপস্থিত হয়ে শাহরুখ তার বাবা-মায়ের মৃত্যু নিয়ে আক্ষেপ করেছিলেন। সেই অনুষ্ঠানে শাহরুখ জানান, মৃত্যুশয্যায় মাকে তিনি খুব কষ্ট দিয়েছিলেন। মাকে মানসিকভাবে আঘাত করেছিলেন। যা ভাবলে এখনো আফসোস হয় তার।

এই অভিনেতা আরও জানান, ‘তিনি ভেবেছিলেন যদি মাকে সন্তুষ্ট হতে না দেন, মা চলে যাবে না। তিনি মাকে বলেছিলেন, তুমি চলে গেলে আমি আমার বোনের যত্ন নেব না। আমি পড়াশোনা করব না। কাজ করব না। এ ধরনের আরও কত কী যে বলে যেতেন... কিন্তু তিনি মনে করেন এগুলো কেবল শিশুসুলভ বিশ্বাস। অবিবেচকের মতো কাজ করেছিলেন। মাকে যেতেই হয়েছিল। এবং সম্ভবত নিশ্চিন্তই ছিলেন যে,শাহ্রুখ তার বোনের যত্ন নেবেন, জীবনে উন্নতি করবেন। আল্লাহ ভালো জানেন। আর মায়েরা আসলে সব জানেন।’

৫৭ বছর বয়সেও বলিউডের নায়ক শাহরুখ খান। শিগগিরই ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘ডাংকি’-তে দেখা যাবে বলিউড বাদশাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]