10702

04/04/2025 গণপূর্তের নতুন সচিব ওয়াছি উদ্দিন

গণপূর্তের নতুন সচিব ওয়াছি উদ্দিন

ডেস্ক রিপোর্ট

১৬ সেপ্টেম্বর ২০২২ ০২:২৩

সচিবালয়ে তিন সচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। কাজী ওয়াছি উদ্দিনকে পদোন্নতি দিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বর্তমানে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নাহিদ রশীদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি এর আগে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ছিলেন।

আর মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব পদে কর্মরত।

ওয়াছি উদ্দিনের ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর থেকে আদেশ কার্যেকর হবে। আর মোহসিন চৌধুরী ও নাহিদ রশীদের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর থেকে আদেশ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]