10704

04/04/2025 সৌদিতে মাদকসহ দেড় শতাধিক কারবারি গ্রেপ্তার

সৌদিতে মাদকসহ দেড় শতাধিক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২২ ০৩:০৫

একটি বড় অভিযানে সৌদি কর্তৃপক্ষ ১৪৬ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। জানা গেছে তারা বেআইনিভাবে ৪৮ দশমিক ৬ টনের বেশি খাত মাদক, দেড় টন হাশিশ এবং ছয় লাখ ৩৪ হাজার অ্যাম্ফিটামিন বড়ি সৌদিতে পাচারের চেষ্টা করেছিল। বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গ্রেপ্তার করা চোরাকারবারিদের মধ্যে ১৯ জন সৌদি নাগরিক।

বাকিদের মধ্যে ৮৭ জন ইয়েমেনি নাগরিক, ৩২ জন ইথিওপিয়ান, তিনজন সোমালিয়ান, দুজন ইরাকি, দুজন মিসরীয় এবং একজন পাকিস্তানি। সৌদির আসির, নাজরান, জিজান এবং তাবুক অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তরক্ষীদের দ্বারা পরিচালিত অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। পাচারকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আগে তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

সূত্র : আরব নিউজ

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]