10707

04/03/2025 সিদ্ধার্থ-অজয়ের বিরুদ্ধে মামলা

সিদ্ধার্থ-অজয়ের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৪

পরিচালক ইন্দ্রকুমার নির্মিত ‘থ্যাঙ্ক গড’ ছবিটি নিয়ে ঝামেলায় পড়েছেন । মামলা হয়েছে তার বিরুদ্ধে। মামলায় অজয় দেবগণ ও সিদ্ধার্থ মালহোত্রাকেও আসামি করা হয়েছে। ছবির কাহিনী আবর্তিত হয়েছে এই দুই জনকে ঘিরে।

‘থ্যাঙ্ক গড’ ছবিতে চিত্রগুপ্ত নামের একটি চরিত্র আছে, যিনি মানুষের পাপপূণ্যের হিসাব রাখেন। এই চরিত্র রাখার জেরে অভিযোগ উঠেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার। সিভিল কোর্টের অভিযোগকারী হিমাংশু শ্রীবাস্তবের বক্তব্য রেকর্ড করার জন্য আগামী ১৮ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ম্যাজিস্ট্রেট।

আগামী ২৪ অক্টোবর মুক্তি পাবে ‘থ্যাঙ্ক গড’। এতে আরও অভিনয় করেছেন রাকুল প্রীত ও নোরা ফাতেহি। ছবিতে নতুন করে ‘মানিকে মাগে হিতে’ গানটি গেয়েছেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]