10759

03/14/2025 যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩

যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৪

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের বোল্ডার কাউন্টিতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। সিএনএন জানিয়েছে, শনিবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনায় তিন জনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর রাস্তার দুই পাশে আলাদা স্থানে আছড়ে পড়ে ছোট্ট দুই বিমান। একটি বিমান নিওট রোডের দক্ষিণ পাশে এবং অন্যটি উত্তর পাশের ফাঁকা জমিতে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে।

বোল্ডার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়।

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২, অন্যটি সোনেক্স জেনোস।

কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের তৈরি হালকা বিমান। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, এতে আসন মাত্র ৪টি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানায়, কী কারণে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: সিএনএন

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]