10767

03/13/2025 প্রভাসের সাথে কৃতির প্রেমের গুঞ্জন

প্রভাসের সাথে কৃতির প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২২ ০২:০৮

প্রেম করছেন প্রভাস ও কৃতি শ্যানন–এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। আর এই গুঞ্জনের উৎস ‘কফি উইথ করণ’।

গুঞ্জনের শুরু ‘করণ জোহরের শো কফি উইথ করণ ৭’ থেকে। যেখানে কৃতি কোনো তারকাকে ফোন করার রাউন্ডে প্রভাসকে একটি কল করেছিলেন। সেই থেকে শুরু।

একটি সূত্র প্রকাশ করেছে যে, ‘আদিপুরুষ’ ছবির সেটে প্রথম দিন থেকেই অত্যন্ত ভালো সম্পর্ক গড়ে উঠেছে কৃতি ও প্রভাসের মধ্যে। প্রভাসের মতো লাজুক মানুষকে কৃতির সঙ্গে খুব প্রাণবন্তভাবে কথা বলতে দেখা গেছে। তাদের বন্ধুত্বের মাঝে যে বিশেষ কিছু আছে, তাতে কারো সন্দেহ নেই। কিন্তু দুজনেই নিজেদের বুঝতে সময় নিচ্ছেন। এখনই কিছু জানাতে চান না তারা।

প্রভাস কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তা নিয়ে জল্পনা বরাবরই তুঙ্গে ছিল। অনেকের ধারণা ছিল, তিনি আনুশকা শেঠির সঙ্গে সম্পর্কে রয়েছেন। এর মধ্যে উঠে এলো কৃতির নাম।

‘আদিপুরুষ’ ছবিতে প্রভাস-কৃতি রাম-সীতার ভূমিকায় অভিনয় করছেন। যদি বাস্তবে তারা সম্পর্কে জড়ান, তাহলে তা সিনেমার ব্যবসায়ও প্রভাব ফেলবে। ২০২৩ সালের ১২ জানুয়ারি এই ছবি মুক্তি পাবে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]