10843

04/11/2025 দেড় মাসে কবর থেকে ১৬টি কঙ্কাল চুরি

দেড় মাসে কবর থেকে ১৬টি কঙ্কাল চুরি

মানিকগঞ্জ থেকে

২১ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৪

কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা হরহামেশাই ঘটছে। মানিকগঞ্জের শিবালয়ে আবারও একটি করবস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনার খবর পাওয়া গেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শিবালয় ইউনিয়নের বড়বোয়ালী কবরস্থানে থেকে চারটি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

শিবালয় থানার ওসি শাহ নূর এ আলম জানান, এ নিয়ে ওই উপজেলার তিনটি কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটলো। এর আগে গত ১১ আগস্ট একই উপজেলার কাতরাসিন ও বোয়ালি এলাকার দুটি কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি হয়।

এদিকে, পরপর কয়েকবার একই উপজেলা থেকে কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ঘটনার তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবনী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]