10965

04/22/2025 গাজীপুরে শ্বশুরকে অপহরণের পর হত্যা

গাজীপুরে শ্বশুরকে অপহরণের পর হত্যা

গাজীপুর থেকে

২৬ সেপ্টেম্বর ২০২২ ০২:২৩

জমি লিখে না দেওয়ায় শ্বশুরকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় নিহতের জামাইসহ দুইজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম- ময়নাল।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মেয়ের জামাই শহিদুল ইসলাম জমি লিখে দিতে শ্বশুরকে চাপ দিয়ে আসছিল। কিন্তু তিনি জমি লিখে দিতে অস্বীকার করলে গত বুধবার ময়নালকে অপহরণ করে তারই মেয়ের জামাই। পরে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শহিদুল। মুক্তিপণ না দেয়ায় শ্বশুরকে হত্যা করে কাশিমপুরের ভবানীপুর এলাকায় ফেলে দেন তিনি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ করলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী শহিদুল ও হিরাকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী ভবানীপুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]