11017

03/31/2025 লন্ডন হোটেলে ভারতীয় নারী ক্রিকেটারের সর্বস্ব চুরি

লন্ডন হোটেলে ভারতীয় নারী ক্রিকেটারের সর্বস্ব চুরি

ক্রীড়া ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২২ ০০:০১

জাতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়ে নিজের হোটেল রুম থেকে নগদ অর্থ, কার্ড, ঘড়ি ও স্বর্ণালঙ্কার খোয়ালেন ভারতীয় নারী ক্রিকেটার তানিয়া ভাটিয়া। এর ফলে বড় ক্ষতির সম্মুখীন হলেন তিনি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়টি তুলে ধরেন তানিয়া। লন্ডনের ম্যারিয়ট বনভয় হোটেলে উঠেছিল ভারতীয় নারী দল। সেখানে তানিয়ার রুমের ভেতর থেকেই চুরি গেছে মূল্যবান এই সব জিনিস।

তানিয়া টুইটারে লিখেন, ‘ম্যারিয়ট হোটেল লন্ডন মাইডা ভেল ম্যানেজম্যান্টের ওপর আমি হতাশ ও স্তম্ভিত। ভারতীয় দলের হয়ে এই হোটেলে থাকার সময় কেউ আমার ব্যক্তিগত রুমে ঢুকে ব্যাগ চুরি করে নিয়ে গেছে। যেখানে নগদ অর্থ, কার্ড, ঘড়ি এবং স্বর্ণালঙ্কার ছিলো।’

হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও লিখেছেন, ‘আশা করছি এ বিষয়ে শিগগির তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বেছে নেওয়া এ হোটেলের চরম নিরাপত্তাহীনতায় আমি হতবাক। আশা করি তারা এদিকে নজর দেবে।’

তানিয়ার টুইট চোখে পড়তেই ক্ষমা চেয়েছে হোটেল কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের অনুরোধ জানিয়ে তারা লিখেছেন, ‘হাই তানিয়া, খবরটি শুনে আমরা দুঃখিত। দয়া করে আপনার নাম, যেই ইমেইল অ্যাড্রেস দিয়ে রুম নিয়েছিলেন এবং নির্দিষ্টি তারিখ আমাদের জানান। যাতে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]