11115

04/04/2025 রাজধানীতে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীতে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২ অক্টোবর ২০২২ ০২:৩৪

 নিজ বাসায় বাথরুমের পানিভর্তি বালতিতে পড়ে রাজধানীর কাজলায় আবদুর রহমান নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

সেখান থেকে তার বাবা মো. শাকিব তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর পৌনে ২টায় তাকে মৃত ঘোষণা করেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল আব্দুর রহমান।

বাবা মো. শাকিব জানিয়েছেন, বাসায় তার মা ফাতেমা যখন অন্য কাজে ব্যস্ত ছিল, সে এক ফাঁকে বাথরুমে যায়। আর পানিভর্তি বালতিতে উপুর হয়ে পড়ে গিয়ে আর উঠতে পারেনি।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]