11142

03/13/2025 বাসের ধাক্কায় গুলিস্তানে এক নারীর মৃত্যু

বাসের ধাক্কায় গুলিস্তানে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩ অক্টোবর ২০২২ ০০:৪৯

গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে বিআরটিসির দোতলা বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।

রবিবার (০২ অক্টোবর) বেলা ১২টার দিকে গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে ক্রসিংয়ে দ্বিতল বাসের ধাক্কায় প্রথমে ওই নারী আহত হন। পরে তাকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, একটি বিআরটিসি বাসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পরপর বিআরটিসি বাস জব্দসহ তার চালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, তৎক্ষণিকভাবে ওই নারীর নাম ঠিকানা জানা যায়নি। তার পরনে ছিল সালোয়ার কামিজ। তবে দেখে মনে হচ্ছে ওই নারী ভবঘুরে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]