11146

04/04/2025 ইউনিয়ন ব্যাংকের খাজুরা বাজার শাখা শুভ উদ্বোধন

ইউনিয়ন ব্যাংকের খাজুরা বাজার শাখা শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

৩ অক্টোবর ২০২২ ০১:৪০

শরী‘আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে যশোরে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর খাজুরা বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের যশোর-০৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি শহিদ সিরাজউদ্দিন হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান, ইউনিয়ন ব্যাংকের আইএডি ও এসএএমডি বিভাগের প্রধান ইভিপি মোঃ আজাদুর রহমান এবং যশোর সরকারি জেলা স্কুলের সিনিয়র শিক্ষক ও আমিন শপিং কমপ্লেক্সের সত্ত্বাধিকারি মোঃ আনিসুর রহমান।

এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং যশোরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]