11239

09/20/2024 সৌদি থেকে অসহায় এক তরুণীর আর্তনাদ

সৌদি থেকে অসহায় এক তরুণীর আর্তনাদ

হবিগঞ্জ থেকে

৭ অক্টোবর ২০২২ ০০:৫৬

গৃহকর্মীর কাজে যাওয়া এক বাংলাদেশী তরুণী সৌদি আরব থেকে গত রবিবার (২ অক্টোবর)  ইমোতে তার করুণ নির্যাতনের কথা পিতার কাছে জানিয়েছেন।

ওই তরুণীর পিতার নাম আব্দুল কুদ্দস। তিনি মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, সংসারের অভাব ঘোচাতে গত ২৭ সেপ্টেম্বর তার মেয়েটি সৌদি আরবে যায়। চুনারুঘাটের কাসেম নামের একজনের মাধ্যমে ঢাকার আরামবাগ শান ওভারসিস রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছে। সেখানে গিয়ে জীবন সংকটে পড়েছে। রোববারের (২ অক্টোবর) পর থেকে মেয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না।

সৌদি থেকে মেয়েকে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন আব্দুল কুদ্দস।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম জানান, মেয়েটির পাসপোর্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা বলছে। সৌদি আরবের সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করে ভিকটিমকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা হবে।

এ ব্যাপারে কাসেম জানান, ভুক্তভোগীর বিষয়ে রিক্রুটিং এজেন্সিতে জানিয়েছেন।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]