11250

04/03/2025 মুর্শিদা-নিগারের ঝুলিতে ফিফটি, বাংলাদেশের রান ১২৯

মুর্শিদা-নিগারের ঝুলিতে ফিফটি, বাংলাদেশের রান ১২৯

ক্রীড়া ডেস্ক

৭ অক্টোবর ২০২২ ০৩:৫৬

১৪ ওভারে ৬৯ রান। একশ পার করাই কঠিন মনে হচ্ছিল বাংলাদেশের জন্য। তবে হাতে ছিল ৮ উইকেট। এরপর হাত খুলে খেলতে পারার সুযোগটা কাজে লাগিয়েছেন মুর্শিদা খাতুন আর নিগার সুলতানা।

এই যুগলের ফিফটিতে ভর করে নারী এশিয়া কাপে ৫ উইকেটে ১২৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে থাইল্যান্ডকে করতে হবে ১৩০।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ফিরে যান ওপেনার শামীমা সুলতানা। এরপর ফারজানা হকও (১০) খুব একটা সুবিধা করতে পারেননি।

তবে ৩৪ রানে ২ উইকেট হারানো দলকে টেনে নিয়েছেন মুর্শিদা-নিগার। তৃতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন তারা। ফিফটি হাঁকান মুর্শিদা। ৫৪ বলে ৬ বাউন্ডারিতে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি।

অধিনায়ক নিগার সুলতানা ব্যাট হাতে রীতিমত ঝড় তোলেন। ৩৪ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি। শেষদিকে মেরে খেলতে গিয়ে ৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]