11282

03/14/2025 ফিরলেন সাকিব, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফিরলেন সাকিব, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

৯ অক্টোবর ২০২২ ২২:২০

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এ ম্যাচে দলে টাইগার দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে নিউজিল্যান্ডে থেকেও পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। দীর্ঘ ভ্রমণক্লান্তির কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। তার পরিবর্তে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

সাকিব ছাড়াও একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে বাদ পড়েছেন সাব্বির রহমান, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে। নিউজিল্যান্ডও পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হেরে যায়। আজ হেরে যাওয়ার দুই দল মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি খেলেছে। যেখানে কিউইরা ১২টি জিতেছে। বাংলাদেশ জিতেছে ৩টি।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]