11306

03/13/2025 নিজের ঘর থেকে এজেন্ট ব্যাংক মালিকের মরদেহ উদ্ধার

নিজের ঘর থেকে এজেন্ট ব্যাংক মালিকের মরদেহ উদ্ধার

নীলফামারী থেকে

১০ অক্টোবর ২০২২ ২২:৩২

নিজের ঘর থেকে আনোয়ারুল ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ অক্টোবর) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুর হাট এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি ডিমলা ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ছিলেন। ১৮ বছর ধরে বাবুর হাট এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছেলে-মেয়েকে নিয়ে শনিবার (৮ অক্টোবর) সকালে জলঢাকায় গ্রামের বাড়িতে যান স্ত্রী সুখি বেগম। সকালে বাসা সংলগ্ন মোটরসাইকেল মেকানিক পল্লব দোকান খুলে বাসার ভিতরে গেলে আনোয়রুল ইসলামের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকলে মেঝেতে আনোয়ারুল ইসলামের রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়দের ডাকেন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে। সিআইডি ও পিবিআই বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]