11308

04/22/2025 বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণের দায় স্বীকার আসামির

বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণের দায় স্বীকার আসামির

নোয়াখালী থেকে

১০ অক্টোবর ২০২২ ২২:৫৫

নোয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে কিশোরীকে (১৫) ধর্ষণ মামলায় আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার প্রধান আসামি টিপু।

রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নম্বর-৪-এর বিচারক মো. মহিবুল্লাহ আসামির জবানবন্দী রেকর্ড করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। টিপু কবিরহাট সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালি পাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিক উল্লার ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, গত মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ধর্ষণের এ ঘটনা ঘটে। এরপর খবর পেয়ে রাত ২টার দিকে নির্যাতিতা কিশোরীকে অসুস্থ অবস্থায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পরে বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চারজনকে আসামি করে মামলা করেন ভিকটিমের বাবা।

পুলিশ ও নির্যাতিত কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ও নির্যাতিত কিশোরী দূর সম্পর্কের মামাতো-ফুফাতো ভাই বোন। গত মঙ্গলবার ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশে আরেক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। একপর্যায়ে ওই কিশোরীর মা-বাবা বিয়ের অনুষ্ঠান থেকে তাদের বাড়িতে চলে যায়। পরে অভিযুক্ত টিপু কৌশলে ওই কিশোরীকে বিয়ে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করেন। তারপর কিশোরী অসুস্থ হলে ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]