11339

04/22/2025 রক্ত পরীক্ষায় একই রোগীর রিপোর্ট দুই ধরনের

রক্ত পরীক্ষায় একই রোগীর রিপোর্ট দুই ধরনের

মেহেরপুর থেকে

১১ অক্টোবর ২০২২ ২৩:৪৪

রক্তের গ্রুপ পরীক্ষা করে একই রোগীর শরীরে দুই ধরণের রক্তের রিপোর্ট দিয়েছে একটি প্যাথলজি ক্লিনিক। এমন ঘটনা ঘটছে মেহেরপুরে।

আর এভাবেই পরীক্ষার নামে প্রতারণা করে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন শহরের কিছু প্যাথলজি ক্লিনিক মালিক।

মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী রিক্তা খাতুনের টিউমার অপারেশনের জন্য তিনি ২ দিন আগে মেহেরপুর ২৫০শয্যার জেনারেল হাসপাতালের তৃতীয় তলার ৩নং বেড়ে ভর্তি হন। চিকিৎসক পরামর্শ দেন অপারেশনের আগে রোগীর রক্ত পরীক্ষা করে অপারেশনকালে একই গ্রুপের কয়েকজন রক্তদাতাকে তৈরি রাখার। সেই মোতাবেক রোগী রক্ত পরীক্ষা করতে শহরের হুদা ক্লিনিকে যান। সেখানে রোগীর রক্ত নিয়ে পরীক্ষা করে প্রথমে রক্তের গ্রুপ বি পজেটিভ উল্লেখ করে রিপোর্ট দেয়। সেই অনুযায়ী রোগীর স্বজনরা ওই গ্রুপর দুইজন রক্তদাতাকে প্রস্তুত করে হাসপাতালে নিয়ে যায়।

রিক্তা খাতুনের স্বামী মিজানুর রহমান জানান, সোমবার (১০ অক্টোবর) ছিল রোগীর অপারেশনের দিন। যথারীতি রোগীকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশনের প্রাক্কালে রোগীর শরীরের রক্তের সাথে রক্তদাতাদের রক্ত ক্রসিংচেক করতে গিয়ে অমিল ধরা পড়ে। তড়িঘড়ি করে রোগীর রক্ত পুনরায় পরীক্ষার জন্য বলা হয়। এবার একই রোগী পুনরায় শহরের হুদা ক্লিনিকে গেলে দ্বিতীয় পরীক্ষায় রোগীর রক্তের গ্রুপ ও পজেটিভ ধরা পড়ে। ফলে ওইদিন ওই গ্রুপের রক্তদাতাকে না পেয়ে রোগীকে অপারেশন থিয়েটার থেকে আবার ওয়ার্ডে ফিরিয়ে আনা হয়। এভাবে প্যাথলজির ভুল রিপোর্টের কারণে থমকে যায় রোগীর জরুরী ভিত্তিতে টিউমার অপারেশন।

হুদা ক্লিনিকের প্যাথলজি বিভাগের প্রধান আসাদুল ইসলাম নিজেদের ভুল স্বীকার করে জানান, প্রিন্টিং মিসটেকের কারণে প্রথম রিপোর্টে ভুল গ্রুপ লেখা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]