নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের ধাক্কায় অটোযাত্রী কলেজছাত্রসহ নিহত হয়েছেন দুজন। এ সময় আহত হয়েছেন আরো এক নারী।
বুধবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পাল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম লাফিজ। ১৯ বছর বয়সী লাফিজ আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ভুলতা থেকে যাত্রী নিয়ে আড়াইহাজারে আসছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। পাল্লা এলাকায় পৌঁছালে অটোরিকশাকে ধাক্কা দেয় নরসিংদীগামী বন্ধন পরিবহনের একটি বাস।
এতে কলেজছাত্র লাফিজ ও আরো এক নারী নিহত হন। আহত নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।